এই মাত্র পাওয়া

সরকারকে ‘তত্ত্বাবধায়কের’ ভূমিকায় চায় বিএনপি || আশ্বাস প্রধান উপদেষ্টার

নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতেই

এনসিপির বিষয়গুলা বিবেচনা করবেন প্রধান উপদেষ্টা || জুলাই সনদে সই করার আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের জুলাই

Like Now

এনসিপির বিষয়গুলা বিবেচনা করবেন প্রধান উপদেষ্টা || জুলাই সনদে সই করার আহ্বান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের জুলাই সনদে সই করার আহ্বান জানিয়েছেন এবং এনসিপির বিষয়গুলা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘বৈঠকে নির্বাচন কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি সুষ্ঠু নির্বাচন যদি না হয়, এর দায় সরকারের ওপর আসবে। তারা বলেছেন বিষয়টা তারা গুরুত্ব সহকারে দেখবেন যেন লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার যায়। সরকারের পক্ষ থেকে সেটা নিশ্চিত করা হবে।’

নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা জানতে চেয়েছিলাম। আইন উপদেষ্টা আমাদের বলেছেন যে, সরকার যেন তত্ত্বাবধায়কের মতো আচরণ করে অর্থাৎ নিরপেক্ষ আচরণ করে সে বিষয়ে বলা হয়েছে। তত্ত্বাবধয়ক সরকারের বিষয়টা জুলাই সনদের আওতাধীন। গণভোটের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো সুযোগ নেই।’

‘আমরা মনে করি ড. ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দায়িত্ব সংস্কার ও বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা। এই কমিটমেন্ট নিয়েই তারা সরকার গঠন করেছেন। তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো যেন তারা বিবেচনা করে নিজেদের পুনর্গঠন করে নেয়, উপদেষ্টা পরিষদের দক্ষতা যেন বৃদ্ধি করা হয়—সে বিষয়ে আমরা বলেছি,’ যোগ করেন তিনি।

বৈঠকের পর এনসিপির নেতাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টারা। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

নাহিদ আরও বলেন, ‘ছাত্র উপদেষ্টাদের বিষয়ে বারবার বলা হয়। কিন্তু তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে সরকারে নেই, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে। ফলে অন্য উপদেষ্টারা যেমন ছাত্র উপদেষ্টারাও তেমন। ছাত্র উপদেষ্টাদের যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয়, অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সঙ্গে সংশ্লিষ্ট আছেন। সেই বিষয়গুলোও সরকারকে বিবেচনা করতে হবে।’

এনসিপির নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে আলোচনা করেছি। আমাদের নিবন্ধন থেকে শুরু করে শাপলা প্রতীক নিয়ে আমাদের সঙ্গে আচরণ, ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের অবস্থান আমরা তুলে ধরেছি।’

‘যে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন ও প্রতীক নিয়ে আমাদের সঙ্গে ন্যায়বিচার করে না, তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা ও ন্যায়বিচার পাব, সঠিক ফলাফল পাব—সেটাও আমরা বিশ্বাস করতে পারছি না,’ বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহবায়ক খালিদ সাইফুল্লাহ প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠক করেন।

সংবাদসূত্র: ডেইলি স্টার অনলাইন।

Frontpage বাংলার আরও সংবাদ

সরকারকে ‘তত্ত্বাবধায়কের’ ভূমিকায় চায় বিএনপি || আশ্বাস প্রধান উপদেষ্টার

নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। বৈঠকের পর বিএনপির নেতাদের

জামায়াত এগিয়ে, বিএনপি কেন পিছিয়ে

আনুপাতিক হারে ভোটের (পিআর) দাবি সামনে এনে জামায়াতে ইসলামী মাঠে আন্দোলনে নেমে বিএনপি নেতাদের ব্যস্ত রাখলেও নিজেরা বর্তমান পদ্ধতিতেই নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে

বিএনপি নতুন রাজনীতির যে ইঙ্গিত দিচ্ছে

বাংলাদেশের রাজনীতি একটি নতুন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে। জুলাই গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। শুধু